বাঞ্ছারামপুরের আইয়ূবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫।আটক-১
---
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষে আজ (শনিবার)সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত দেশীয় অস্ত্রের সাহায্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।এতে গুরুতর ৬ জন সহ প্রায় ১৫ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরাজানায়।গুরুতর আহত ৪ জনকে বাঞ্ছারামপুর সদর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।গুরুতর আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক ।সদর হাসপাতালে ভর্তিকৃত হলেন, মো. হেলেন মিয়া,মো.হাকিম মিয়া, মো.আসাবুদ্দি,ও মো.ফারুক মিয়া মেম্বার।অন্যদের নাম জানা যায়নি।উভয় পক্ষ সরকার দলীয় সমর্থক বলে জানা গেছে।
খোজ নিয়ে এবং আইয়ূব ইউপি পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, এক বাড়ির বাঁশের কঞ্চি আরেক বাড়িতে যাওয়া এবং তা সরিয়ে না নেয়ার কারনে গতকাল (শুক্রবার)রাতে প্রথমে দুই প্রভাবশালী বাড়ির কর্তাদের মধ্যে কখা কাটাকাটি হয়।যা আজ সকালে উভয় পক্ষের সমর্খকদের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু
হলে তা এক পর্যায়ে -তা ব্যাপক আকার ধারন করে।পরে,বাঞ্ছারামপুর মডেল থানার একদল পুলিশ যেয়ে সেই সংঘর্ষ থামায়।পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে।এই নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করায়,বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব জানায়,-ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।