কুয়াকাটা সৈকতে ডলফিনের মরদেহ
AmaderBrahmanbaria.COM
জুলাই ৮, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে বিপন্ন প্রজাতির ডলফিনের মরদেহ আটকা পড়েছে। এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে। প্রায় ৪-৫ ফুট লম্বা মৃত ডলফিন শনিবার শেষ বিকালে প্রকাশ্যে কুকুর ও কাকে টানা হেচড়া করতে দেখা গেছে। পর্যটকসহ স্থানীয়রা এটিকে সৈকতে দেখতে পায়।
গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ে এ বিপন্ন প্রজাতির মাছটি মারা যায়। এর পর গত কয়েক দিনের জোয়ারের পানিতে ভেসে এসে সৈকতে আটকা পড়ে।
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, রামনাবাদ চ্যানেলের নদীর সংযোগস্থল ও সমুদ্রের মোহনায় তিমি, ডলফিন ও শুরের অবাধ বিচরণ। এ মাছ জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে তারা ধারণা করছেন।
বন বিভাগের বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, সৈকতে যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, সে জন্য মৃত ডলফিনটি মাটি চাপা দেয়া হবে।