মঙ্গলবার, ৪ঠা জুলাই, ২০১৭ ইং ২০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলিতে আহত ১৭

AmaderBrahmanbaria.COM
জুলাই ১, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে বন্দুক হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। শনিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আরকানসাসের পাওয়ার আল্ট্রা লাউন্জে কনসার্ট চলাকালে ওই বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন অন্তত ১৭ জন।
পুলিশ বলছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে পুলিশ বলছে, পাওয়ার আল্ট্রা লাউন্জে আহতরা বেঁচে আছেন। এর আগে একজনকে আশঙ্কাজনক বলা হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।
আরকানসাসের লিটল রক পুলিশ বলছে, নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে। রাত আড়াইটার দিকে পাওয়ার আল্ট্রা লাউন্জে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ব্রিটিশ দৈনিক দ্য ইনিডপেনডেন্ট বলছে, কনসার্টে তর্ক-বিতর্কের পর গোলাগুলির ঘটনা ঘটেছে। লিটল রক পুলিশের প্রধান কেন্টন বাকনার বলেন, নাইটক্লাবের ভেতরে অবস্থানকারীদের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

এ জাতীয় আরও খবর