বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বউ নিয়ে দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো কে?

AmaderBrahmanbaria.COM
জুলাই ৪, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ড আবারও প্রমাণ করলো, বউ বয়ে নিয়ে যেতে তারা বিশ্বসেরা। স্ত্রীকে বয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে ফিনিশ দম্পতি টেস্টো মিয়েটিনেনেন এবং ক্রিশ্চিয়ানা হাপানেন।

দ্বিতীয় স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মিসাফা ফ্রাইস্টার এবং রি টাকানো। দুই সেকেন্ডের ব্যবধানে প্রথম হতে পারেনি তারা। শনিবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

১৯৯২ সাল থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলিসিংকির ৫০০ কিলোমিটার উত্তরে সোনাকারভিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্ত্রীকে কাঁধে করে ২৫৩ দশমেক ৫ মিটার দূরত্ব পাড়ি দিতে হয়। পথে থাকে নানা ধরনের বাধা। পানিভর্তি গর্ত।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নিজের বউ ছাড়াও প্রতিবেশীর বউ বা বাগদত্তাকেও কাঁধে নিয়ে দৌড়োনো যেতে পারে। প্রতিবেশীর বা নিজের, যারই হোক না কেন- বউয়ের ওজন হতে হবে ন্যূনতম ৪৯ কেজি। যদি তার চেয়ে ওজন কম হয় তবে বউয়ের কাঁধে দিয়ে দেয়া হয় ভারী রুকস্যাক।