গরমে অতিষ্ঠ হয়ে স্কার্ট পরছে ইউরোপের পুরুষরা
AmaderBrahmanbaria.COM
জুন ৩০, ২০১৭
---
অনলাইন ডেস্ক : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ব্রিটেন ও ইউরোপের বেশ কিছু দেশের পুরুষরা স্কার্ট পরতে শুরু করেছেন। আর তারই জের ধরে ফ্রান্সের বাস ড্রাইভাররা লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট পরে কাজে আসছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, ‘যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না। ‘ এসময় তিনি আরো বলেন, ‘আমরা চাই কোম্পানি কিছু একটা করুক। যখন গরম এত বেড়ে যাচ্ছে তখন যেন আমরা শর্টস পরতে পারি, নিয়ম সেভাবে বদলানো হোক। ‘
উল্লেখ্য, কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একই ভাবে স্কার্ট পরে ক্লাশে এসেছিল স্কুলের ইউনিফর্ম নীতির প্রতিবাদ জানাতে।সূত্র: বিবিসি