g মাথায় মাটি বহন করে রাস্তা মেরামত করলেন হাছান মাহমুদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

মাথায় মাটি বহন করে রাস্তা মেরামত করলেন হাছান মাহমুদ

AmaderBrahmanbaria.COM
জুন ১৮, ২০১৭
news-image

---

চট্টগ্রাম প্রতিনিধি : কোদাল দিয়ে মাটি কেটে পরে সেই মাটি বহন করে রাস্তা মেরামত করলেন রাঙ্গুনীয়ার সংসদ সদস্য ও সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার বিকেলে রাঙ্গুনীয়া পৌর এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ধসে যাওয়া রাস্তা মেরামত কাজের উদ্বোধন করতে গিয়ে হাতে কোদাল ও মাথায় ঝুঁড়ি নেন আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা।

পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে এলাকার ২৭ জনের মৃত্যু হয়েছে। ৪৯টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মুহুর্তে সরকারের পক্ষ থেকে সব কিছু মেরামত সম্ভব নয়। তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে রাস্তা মেরামত করতে নেমেছি।

ড. হাছান মাহমুদের সাথে স্বেচ্ছাশ্রমের কাজে আরও অংশ নেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আলী শাহ, কাউন্সিলর মো: সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইউনুছ, সরফভাটা ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রলীগ নেতা ওয়ায়েস কাদের, শিমুল দাশ গুপ্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর