চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বেটিং দর ২০০০ কোটি
---
স্পোর্টস ডেস্ক : রবিবার ক্রিকেটের সব চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। তাই দুই দেশের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। আসরে নেমে পড়েছে বুকিরাও।
ইংল্যান্ডে ম্যাচ বুকিং বৈধ। সেখানে দুই দেশের হয়ে বাজি ধরতে কোনও বাধা নেই। আর তাই রবিবারের ম্যাচে প্রায় ২,০০০ কোটি টাকার বেটিং হবে বলে মনে করছে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন বা এআইজিএফ।
বুকিদের ফেভারিট দল অবশ্য ভারত। ভারতের পক্ষে বাজি ১০০ টাকা। ফলে কোহলির দলের উপর কেউ বাজি ধরলে, ভারত জিতলে তিনি পাবেন ১৪৭ টাকা। আর যদি পাকিস্তান জেতে তাহলে পকেটে আসবে ৩০০ টাকা।
এআইজিএফ–র সিইও রোল্যান্ড ল্যান্ডার্স বললেন, সারা বছর ভারত যত খেলা খেলে তার উপর প্রায় ২ লক্ষ কোটি টাকার উপর বেটিং হয়। আর যেহেতু গত ১০ বছরে এই প্রথমবার ভারত–পাকিস্তান কোনও ফাইনালে মুখোমুখি হচ্ছে তাই বাজির দরও বেশি।
বেটিং হতে পারে ১০ ওভারে দুই দলের স্কোর, ম্যাচের সম্পূর্ণ স্কোরের মতো বিষয়েও। রবিবারের ম্যাচের ফলাফল যাই হোক, তার আগে থেকেই যে ক্রিকেটবিশ্ব উত্তেজনায় ফুটছে তা বলার অপেক্ষা রাখে না।