‘বাংলাদেশ চাইলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেবে ইইউ’
AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭
---
অনলাইন ডেস্ক : বাংলাদেশ চাইলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ইইউ এগিয়ে অাসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বুধবার ঢাকার ইইউ দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, দু’দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জন। আহত হয়েছেন ৬৫ জন।