ঘটনাস্থল পরিদর্শনে ওবায়দুল কাদের
AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭

---
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি সাহায্যের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা, ৫০০ বান্ডেল টিন ও ১০০ মেট্রিকটন চাল জরুরি সহায়তা হিসেবে দেয়া হবে।’
রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে এ পর্যন্ত ১৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে বুধবার সকালে হেলিকপ্টারে করে রাঙামাটির মানিকছড়িসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন ওবায়দুল কাদের। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ওবায়দুল কাদের বলেন, এটা প্রাকৃতিক বিপর্যয়। এখানে কোনো মানুষের হাত নেই।






রোহিঙ্গাদের উদ্ধারে বঙ্গোপসাগরে আসছে ফিনিক্স
মেয়াদ শেষ আরেফিন সিদ্দিকের, ভারপ্রাপ্ত উপাচার্য আখতারুজ্জামান
১০ দিনে ৯০ হাজার রোহিঙ্গা ঢুকেছে
রোহিঙ্গাদের দেখলে আমার কান্না পায় : এরশাদ
রোহিঙ্গা নির্যাতন ও বিতাড়ন বন্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগে সংসদে প্রস্তাব গ্রহণ
রোহিঙ্গা ইস্যুতে ভারতকে প্রয়োজন : ওবায়দুল কাদের