ট্রাম্পের মত বদল : ন্যাটো থাকছে আগের মতোই
---
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্পর্কে তার মত বদলেছেন। ফলে ন্যাটো থাকছে আগের মতোই।ন্যাটো সনদ অনুযায়ী, সদস্য কোনো দেশ আক্রান্ত হলে তাকে সুরক্ষা দেবে অন্য সব সদস্য দেশ। এ বিষয়ে ট্রাম্প আপত্তি তুললেও শেষ পর্যন্ত তিনি তাতে সমর্থন দিয়েছেন।
রয়টার্স অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে ন্যাটোর সব সদস্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল, তারা যেন চুক্তি থেকে সরে না দাঁড়ায়। অবশেষে ট্রাম্প যেন সেই আহ্বানে সাড়া দিলেন।
রোমানিয়ান প্রেসিডেন্ট আইহানিসের সঙ্গে এক যৌথ বিবৃতিতে শুক্রবার ট্রাম্প বলেন, ন্যাটো সনদের অনুচ্ছেদ-৫-কে সমর্থন করছেন তিনি। এ অনুচ্ছেদ মতে, সদস্য কোনো দেশ শত্রু পক্ষের আক্রমণের শিকার হলে অন্য সব সদস্য তাকে রক্ষা করবে।
গত মাসে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে সফরের সময় অনুচ্ছেদ-৫ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। কিন্তু ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় ভাগাভাগি করে নেওয়ার জন্য সব সদস্যের প্রতি জোর আহ্বান জানান তিনি।