সাফল্যের রহস্য জানালেন মাহমুদউল্লাহ,সাকিব
---
সচরাচর ব্যাটসম্যানরা ক্রিজে নিজেদের মধ্যে কথা বলেন। কিভাবে খেলা উচিত, কোন বল কিভাবে মূল্যায়ন করা উচিত কিংবা কাকে টার্গেট করে খেলা উচিত; এসব নিয়ে আলোচনা করেন।
বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ২২ গজের ক্রিজে নিজেদের মধ্যে কথা না বলে ব্যাটসম্যানদের ব্যাটিং করা অসম্ভাবিক! কাজটা অত্যন্ত কঠিন। কিন্তু কঠিন এ কাজটি দক্ষতার সঙ্গে করে দেখিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৬ রান তাড়া করতে নেমে ৩৩ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের। পঞ্চম উইকেটে জুটি বাঁধলেন সাকিব, মাহমুদউল্লাহ। ২২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান এ দুই তারকা। দুজনই তুলে নেন সেঞ্চুরি। সাকিবের ব্যাট থেকে আসে ১১৪ রান। মাহমুদউল্লাহ করে ১০২ রান।
ম্যাচ শেষে নিজেদের রেকর্ড গড়া জুটির পেছনের গল্প শুনিয়েছেন মাহমুদউল্লাহ। তার ভাষ্য, ‘আমি মনে করি, আমরা কম কথা বলেছি। এটা আমাদের জুটির সেরা দিক ছিল। আমরা শুধু ব্যাটিং করে গেছি এবং ইতিবাচক থাকার চেষ্টা করেছি। শুরুর দিকে বল সুইং করেছিল। কিন্তু সুইং বন্ধ হওয়ার পর ব্যাটিং করতে বেগ পেতে হয়নি। তামিম এ টুর্নামেন্টে দারুণ ব্যাট করেছে। তাকে শুরুতেই হারিয়ে আমরা অবাক হয়েছি। সাকিব এবং আমার চাওয়া ছিল গ্যাপ খুঁজে রান বের করা এবং বাজে বল কড়া শাসন করা।’
মাহমুদউল্লাহর সঙ্গে সুর মিলিয়েছেন সাকিবও। রেকর্ড গড়া জুটির পিছনের রহস্য জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘মাহমুদউল্লাহ যেমনটি বলল, আমরা কথা বলিনি ব্যাটিংয়ের সময়। লক্ষ্য তাড়া করতে হবে এমন কিছু চিন্তা করে ব্যাটিং করিনি। আমরা ৪০ ওভার ব্যাটিং করার পরিকল্পনা করেছিলাম। আইসিসি ইভেন্টে একটি ম্যাচ জেতা সত্যিই বড় কিছু। এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা।’