g ‘কাতার-সৌদি দ্বন্দ্বের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২১শে আগস্ট, ২০১৭ ইং ৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

‘কাতার-সৌদি দ্বন্দ্বের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল’

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক : কাতার এবং সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টির পর গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের জাতীয় সংসদ একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে সংশ্লিষ্ট সব দেশকে ধৈর্য ধরতে এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া এ প্রস্তাবে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য সুদৃঢ় করার জন্য শক্ত পদক্ষেপ নিতে নওয়াজ শরিফ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। এ তথ্য দিয়েছেন সংসদ সদস্য আফতাব শেরপাও।

এদিকে সংসদের নিম্নকক্ষের অধিবেশনে তেহরিকে ইনসাফ পার্টি(পিটিআই) নেত্রী শিরিন মাজারি বলেছেন, ‘সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত ইসলামি জোটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা মুসলিম উম্মাহর ঐক্য চায় না।’

তিনি পরিষ্কার করে বলেন, ‘কাতার ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীল নকশা রয়েছে। এ অবস্থায় পাকিস্তান সরকারকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং দ্রুত সৌদি নেতৃত্বাধীন ৪১ দেশের ইসলামিক সামরিক জোট থেকে বেরিয়ে আসতে হবে।’

শিরিন মাজারি বলেন, ‘কাতারকে নিয়ে খেলা হচ্ছে। এখানে পাকিস্তানের উচিত নিরপেক্ষ অবস্থান নেয়া।’

সংসদ অধিবেশনের আলোচনায় যোগ দিয়ে আওয়ামী মুসলিম লীগের সদস্য শেখ রাশিদ বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ ও পাকিস্তানি সেনাদেরকে সৌদি আরবে পাঠানো উচিত হবে না।’

সংসদ অধিবেশনে স্পিকার আইয়াজ সাদিক জানান, আগামী ১৫ জুন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে কাতার-সৌদি দ্বন্দ্বের বিষয়টি আলোচনা করা হবে। এছাড়া, রিয়াদ সম্মেলনের বিষয়টিও তোলা হবে।

এ জাতীয় আরও খবর