g নতুন রূপে শেরে বাংলা স্টেডিয়াম | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৪শে আগস্ট, ২০১৭ ইং ৯ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

নতুন রূপে শেরে বাংলা স্টেডিয়াম

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২০, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নতুন রূপে সাজছে হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ছুটির দিনেও কর্মচাঞ্চল্য দেখা গেছে স্টেডিয়াম পাড়ায়। নেয়া হচ্ছে কড়া নিরাপত্তা। আনাগোনা দেখা যাচ্ছে টাইগার সমর্থকদের। মাঠে আবারো টাইগারদের খেলা দেখতে সমর্থকরাও রোমাঞ্চিত। সব মিলিয়ে অজিদের বরণ করতে চলছে নানা প্রস্তুতি।

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ ফিরছে হোম অব ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশের। নিরাপত্তার অজুহাতে ২০১৫ সালে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া। তাই এবার অসিদের দেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা।

নিরাপত্তার ফাঁক গলে যাতে অনাকাঙ্খিত কিছু না হয়, সে জন্য মহড়া দিয়ে রেখেছে প্যারা কমান্ডোরা। শুধু নিরাপত্তা নয়। ঠিকঠাক হওয়া চাই সবকিছু। তাই বিশ্রামের সুযোগ মিলছে না নিরাপত্তারক্ষীদের। তারপরও তাদের নেই কোনো অভিযোগ। টাইগার সাফল্য গাঁথায় সাক্ষী হতে চান তারাও। মিরপুরের ক্রিকেট পাড়ায় ঢুঁ মারছেন সমর্থকরা। তাদের চোখ খুঁজে ফিরেছে সাকিব-তামিমদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেটারদের মতই রোমাঞ্চিত সমর্থকরাও।

বৃষ্টি হানা দিলে ইনডোরে অনুশীলন করবে অজিরা। তখন এই গেট দিয়েই আসতে হবে স্মিথ-ওয়ার্নাররা। নিরাপত্তার প্রশ্নে এখনো কোনো নির্দেশনা পায়নি আশপাশের দোকান মালিকরা। তবে আগের মতো ম্যাচের একদিন আগেই নাকি দোকান বন্ধ করবেন তারা।
সব মিলিয়ে পুরো স্টেডিয়াম পাড়ায় সাজ সাজ রব। সবাই প্রস্তুত আবারো ক্রিকেট উৎসবে মেতে উঠতে।