g শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৪শে আগস্ট, ২০১৭ ইং ৯ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

শাপলা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২১, ২০১৭

---

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে আলসা বিলে শাপলা তুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেওয়াজ আলী মিয়া (৫০) ও তার স্ত্রী নাজমা বেগম (৪০)। নিহত দম্পত্তির বাড়ি দেলদুয়ার সদর ইউনিয়নের জালালিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, নোয়াজ আলী ও তার স্ত্রী বিকেলে নৌকায় করে আলসা বিলে শাপলা তুলতে যান। সন্ধ্যার দিকে শাপলা তুলে ফেরার পথে বিলের পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। বর্ষায় প্রতিদিন শাপলা তুলে বাজারে বিক্রি করতেন নোয়াজ আলী।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর