বৃষ্টির ফাঁদে বাদ পড়ে যেতে পারে অনেক ফেভারিটও!
---
স্পোর্টস ডেস্ক : চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট ছাপিয়ে আচমকাই শিরোনামে উঠে এসেছে বৃষ্টি। প্রায় সব ম্যাচেই প্রাকৃতিক দুর্যোগ চলছে। দু’টি ম্যাচ পণ্ড হয়েছে। বৃষ্টিতে সেমিফাইনালে ওঠার অনেক অঙ্ক বদলে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গ্রুপ ‘এ’তে। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ ভণ্ডুল হয়ে যাওয়ায় অনেকে বলাবলি করছে স্টিভ স্মিথরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারো মতে, নিউজিল্যান্ডের ক্ষতিটা বেশি। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে জিতলে দুই পয়েন্ট পেত। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নিশ্চিত হারের হাত থেকে তাদের বাঁচিয়ে দিয়েছিল বৃষ্টিই। ওই ম্যাচের এক পয়েন্ট ওদের কাছে বোনাস। গ্রুপ ‘এ’র যা পরিস্থিতি, তাতে বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে মাত্র এক ম্যাচ জিতেও শেষ চারে পৌঁছে যেতে পারে মাশরাফি মর্তুজারা।
বৃষ্টিতে ম্যাচ শেষ করা গেলেও বারবার খেলা বন্ধ হওয়ায় সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। মনঃসংযোগ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। একজন ব্যাটসম্যান ২০ রান করে সেট হয়ে যাওয়ার পর যখন বৃষ্টিতে খেলা বন্ধ থাকছে, ম্যাচ শুরু হলে নতুন করে থিতু হতে হচ্ছে তাকে। বোলারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে গ্রুপ ‘বি’র ছবিও বদলে যাবে। বিরাট কোহলিদের ভক্তরা নিশ্চয়ই প্রার্থনা শুরু করে দিয়েছে।