g ব্রাহ্মণবাড়িয়ায় ডক শিল্পে জড়িত অনেক পরিবার এখন স্বাবলম্বি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২১শে আগস্ট, ২০১৭ ইং ৬ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডক শিল্পে জড়িত অনেক পরিবার এখন স্বাবলম্বি

AmaderBrahmanbaria.COM
জুন ৪, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়াা জেলার আশুগঞ্জ, সরাইল সহ বেসরকারী উদ্যোগে গড়ে উঠেছে ছোট বড় কয়েকশত ডক শিল্প আর এতে কয়েক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আর এসব পরিবার হয়েছে স্বাবলম্বি। সরকারী সহায়তা ও প্রশিক্ষন পেলে এ শিল্প আরো এগিয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। সরাইলে বেসরকারী উদ্যোগে গড়ে উঠেছে ডক শিল্প, এতে এলাকার কয়েক হাজার লোকের কর্মের সংস্থান সৃষ্টি হয়েছে। উপজেলার অরুয়াইল ও পাকশিমুলে মেঘনা নদীর দু পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এ শিল্প। প্রায় দেড় যোগ আগে এখানে গড়ে উঠে স্থানীয় ভাবে ডক শিল্প । কৃষি নির্ভর এ জনপদের মানুষ যখন এক সময় বছরের বেশির ভাগ সময় কোনো কাজ থাকত না অথবা কাজের সন্ধানে অন্য জায়গায় যেত হতো এখন এই শিল্প প্রশার লাভ করায় এলাকার লোকের যেমন কর্মের সৃষ্টি হয়েছে তেমনি এ শিল্প প্রশারে এলাকার মানুষের যেমন ভাগ্যের চাকা ঘুড়েছে তেমনি অন্য এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রমিকের কাজ করার সুযোগ পেয়েছে। এই শিল্পকে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অনেক কারখানা সহ ব্যাবসা প্রতিষ্ঠান এতে অনেক শ্রমিকের কাজের সংস্থান হয়েছে। ডক প্রতিষ্ঠানের কয়েকজন মালিক জানান, এখান থেকে প্রশিক্ষন নিয়ে বিদেশে যাচ্ছেন অনেক শ্রমিক, আর এখানে প্রস্তুত কৃত প্রায় প্রতিটি ডক আকার বেধে তৈরি করতে খরচ হচ্ছে অর্ধ কোটি টাকা থেকে ১ কোটি টাকার মত। এটি নির্মানে ৫ থেকে ৮মাস সময় লাগে। অনেক সময় নিরবিচ্চিন্ন বিৎদ্যুতের অভাবে সময় মতো নির্মান কাজ শেষ করতে না পারায় এতে আর্থিক ক্ষতি হচ্ছে। সোনালী ইঞ্জিনিয়ারিং ডক ইয়ার্ডের মালিক নূর উদ্দিন জানান, তার ইয়ার্ড থেকে প্রশিক্ষন নিয়ে অনেক শ্রমিক বিদেশে গিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া বলেন, এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে সহযোগিতা দরকার। স্থানীয়দের দাবি এই শিল্পটিকে টিকিয়ে রাখতে সব ধরনের প্রদক্ষেপ নিবে সরকার এমনটাই প্রত্যাশা সকলের।

এ জাতীয় আরও খবর