g ব্রাহ্মণবাড়িয়ায় এইচ,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশ কিছু কলেজের ভরাডুবি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৭শে আগস্ট, ২০১৭ ইং ১২ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এইচ,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশ কিছু কলেজের ভরাডুবি

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৩, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এইচ,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শহরের কলেজগুলিতে পাশের হার মোটমুটি সন্তোষজনক। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান জানিয়েছেন, সবকটি কলেজে ফলাফল পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবার কোন ফলাফলের শীট দেয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের এইচ,এস,সি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ থেকে ১৫৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ১২১৭ জন। এ প্লাস পেয়েছে ৩৬জন। পাশের হার ৭৮.৮২। ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজ থেকে ১১০৬ জন পরীক্ষাথী অংশগ্রহন করে পাশ করেছে ৫৭৯ জন। পাশের হার ৫২.৩৫। চিনাইর বঙ্গবন্ধু কলেজ থেকে ২৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২১৭ জন পাশ করেছে। পাশের হার ৮১.৫৮। ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজ থেকে ৩৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন পাশ করেছে। পাশের হার ৩১.৫৬। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১৪১ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৬১জন। পাশের হার ৪৩.২৬। সিটি মডেল কলেজ থেকে ১৯২ জন পরীক্ষার্থী মধ্যে পাশ করেছে ৩৬ জন। পাশের হার ১৮.৭৫। বিজেশ্বর কলেজ থেকে ৩৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ১৫৮ জন। পাশের হার ৪২.৫৯। লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজ থেকে ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পাশ করেছে। পাশের হার ৮.৭৯।

এ জাতীয় আরও খবর