আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী লিও
---
আন্তর্জাতিক ডেস্ক :ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিও ভারাদকার। ৩৪ বছর বয়সী লিও দেশটির সর্বকনিষ্ঠ এবং প্রথম সমকামী প্রধানমন্ত্রী। বিবিসির অনলাইন ভার্সনে এ খবর জানা যায়।
শুক্রবার প্রতিদ্বন্দ্বী গৃহায়ণ মন্ত্রী সিমন কোভেনসিকে ৬০ শতাংশ ভোটে পরাজিত করে ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হন লিও। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে। এই জয়ে তাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।
বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০০২ সাল থেকে তিনি এই দায়িত্বে আছেন।
ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকারের জন্ম ডাবলিনে। তার বাবা ভারতীয় এবং মা আইরিশ। লিও প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন, তিনি একজন সমকামী।
ফাইন গেলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পর লিও তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, পক্ষপাতিত্ব এই প্রজাতন্ত্রের ওপর কোনো প্রভাব রাখে না। আমার বাবা যখন পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে আয়ারল্যান্ড আসেন, তিনি কল্পনাও করেননি তার ছেলে বড় হয়ে একদিন এ দেশেরই নেতা হবে।’
আয়ারল্যান্ডে গত দুই দশকে যে সামাজিক পরিবর্তন এসেছে তা উল্লেখযোগ্য। ১৯৯৩ সালে দেশটি সমকামিতা নিয়ে কড়া অবস্থান নিয়েছিল। অথচ, ২০১৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে সমকামী বিবাহকে স্বীকৃতি দেয়। এবার সমকামী প্রধানমন্ত্রী নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করল আয়ারল্যান্ড।