রবিবার, ৯ই জুলাই, ২০১৭ ইং ২৫শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ফিলিপাইনে বন্দুকধারীর হামলায় নিহত ৩৬

AmaderBrahmanbaria.COM
জুন ২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : গভীর রাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি হোটেল ও ক্যাসিনোতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে অন্তত ৩৬ জনকে হত্যা করেছে এক অস্ত্রধারী। এছাড়া, আহত হয়েছেন প্রায় ৫৪ জন। এদিকে, হামলাকারীকে নিজেদের সদস্য বলে দাবি করেছে ইসলামিক স্টেট।

শুক্রবার ফিলিপিন্সের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী, হামলাকারী ‘রিসর্টস ওয়ার্ল্ড ম্যানিলা এন্টারটেনমেন্ট কমপ্লেক্স’-এ ঢুকে প্রথমেই গেমিং টেবিলে আগুন ধরিয়ে দেয়। তারপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা প্রথমে এই ঘটনাকে ডাকাতি ভেবে হামলাকারীকে গ্রেপ্তার করতে গেলে, সে তার অ্যাসল্ট রাইফেল থেকে পুলিশের দিকে তাক করে গুলি ছোড়ে।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, হামলাকারী ক্যাসিনো টেবিল থেকে অর্থ লুট করতে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর