আসছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট
---
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল বেলা দেড়টায় ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে একনাগাড়ে ৯ বার বাজেট পেশ করার মধ্যদিয়ে এক অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন মুহিত।
এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একইভাবে এটি সবচেয়ে বড় ঘাটতির বাজেট। এক লাখ ১২ হাজার ২৬৬ কোটি টাকা ঘাটতির এই বাজেটের প্রস্তাবিত আকার হচ্ছে চার লাখ ২৬৬ কোটি টাকা।
এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩৩৩ কোটি টাকা। বিপুল অঙ্কের এই অর্থ সংস্থান করতে ২ লাখ ৮৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হবে। ঈদুল ফিতর উপলক্ষে ২৩ থেকে ২৭ জুন অধিবেশন মূলতবি থাকবে। স্পিকার প্রয়োজনে অধিবেশনের মেয়াদ ও সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। ২৯ জুন বাজেট পাস করা হবে।
এছাড়া সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুর রশিদ ও আবদুল মতিন মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেয়া হয়, যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামসুল হক টুকু, মাহবুব আলী, এবিএম রুহুল আমিন হাওলাদার ও ফলিজাতুন নেসা বাপ্পি।
বাজেট উত্থাপন : আগামীকাল বেলা দেড়টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হবে ৪ লাখ কোটি টাকার বেশি, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ। এবারও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন অর্থমন্ত্রী।
এবার তার সঙ্গে যুক্ত হবে একটি ভিডিও চিত্র। এতে সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে।
সংশ্লিষ্টরা জানান, বাজেট সংসদে উপস্থাপনের আগে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেয়া হবে। মন্ত্রিসভার বৈঠক সংসদ ভবনে হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এদিন সংসদ ভবনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধানরা। তারা অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুনবেন।