সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে স্কুলছাত্রীর গোসলের ছবি ইন্টারনেটে অভিযুক্ত যুবক গ্রেফতার

AmaderBrahmanbaria.COM
মে ১৯, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্কুলছাত্রীর গোসল করার ছবি গোপনে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার মত ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় অভিযুক্ত মনির মিয়া( ৩৭) নামে  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বখাটে মনির এই মেয়েটিকে সব সময় উত্ত্যক্ত করা অভিযোগও  রয়েছে। বখাটে মনিরের অত্যাচারে সে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আত্নীয় বাড়িতে আশ্রয় নেয় । কিন্তুু মনিরের অত্যাচার  থেকে নিজেকে কোন ভাবেই মুক্ত করতে পারেনি স্কুল ছাত্রী। মেয়েটির পারিবারিক ও স্হানীয় সূএে জানা যায়, মনির সব সময় মেয়েটি উও্যক্ত করত। তার অত্যাচারে সে নিজের বাড়ি ছেড়ে অন্যএ আত্নীয় বাড়িতে চলে যায়। এসব ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম্য সালিশি ও করেন হয়নি তেমন কোন প্রতিকার।তখন স্কুল ছাএী মেয়েটিকে তার পরিবার নিজের বাড়িতে নিয়ে আসে।  বখাটে মনির যতই দিন যাচ্ছে ততই বেপোয়ারা হয়ে উঠেছে। এতে মেয়েটির বড় ভাই বাধা দিতে চাইলে সে তাকে ও বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া গোসল খানায় মেয়েটির  গোসলের সময় ছবি ভিডিও করার জন্য মাজেদা বেগম( ২৮)নামক এক মহিলাকে বখাটে মনির  ব্যবহার করে থাকতে পারে বলে অনেকের মনে হচ্ছে। কারণ যে ঘর থেকে ভিডিও করা হয়েছে মোবাইলে সে ঘরের প্রকৃত মালিক সে মাজেদা। মেয়েটির গোসলের  ষ্টীল ছবি  ও অশ্রীল ভিডিও মোবাইলে  ধারণ  করা হয়েছে  ঘরের ভিতর থেকে বেড়ার ছিদ্র দিয়ে সু-কৌশলে। আর এই ধারণ কৃত ভিডিও মনির ইন্টানেটে ছেড়ে দেয়। অনেকটা নিরুপায়  হয়ে ছাত্রীর বড় ভাই   বিষয়টির  আইনগতভাবে প্রতিকার চেয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। নির্বাহী কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরাইল থানার অফিসার ইনচার্জকে লিখিত নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার দিবাগত  রাতে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে করাতকান্দি গ্রাম থেকে বখাটে মনিরকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা বলেন, ছাত্রী বাদী হয়ে মনিরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেছে।তাকে আমরা আটক করে জেলার বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। তবে তদন্ত স্বাপেক্ষে আরো কেহ যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর