রবিবার, ২৮শে মে, ২০১৭ ইং ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ত্রানের ১০৯ বস্তা চাল উদ্ধার

AmaderBrahmanbaria.COM
মে ১৮, ২০১৭
news-image

---

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজার থেকে হাওড় অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারী ১০৯ বস্তা ত্রানের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বুধন্তি ইউনিয়নের ইসলামপুর বাজার থেকে ত্রানের এ চালগুলো আব্দুল হাইয় নামক ব্যক্তির গুদাম থেকে উদ্ধার করে। সে সময় বরাদ্দকৃত চালের দায়িত্বে থাকা ইউপি সদস্য গাউস মিয়া কে পাওয়া যায়নি। নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, জেলার বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নে হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য এ চাল বরাদ্দ ছিল। এরই মাঝে কিছু ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষকরা অনেকেই সরকারের বরাদ্দকৃত এ চাল পায়নি বলে অভিযোগও রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ জানান, সরকারী চালগুলো হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বরাদ্দকৃত ছিল। এ চালগুলো বুধন্তি ইউনিয়ন পরিষদে থাকার কথা ছিল কিন্তু চালগুলো গুদামে কিভাবে গেল তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। চালগুলো উদ্ধার করে বুধন্তি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর