বুধবার, ৩১শে মে, ২০১৭ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলার আশঙ্কা, দিল্লি-মুম্বাইয়ে সতর্কতা

AmaderBrahmanbaria.COM
মে ২৭, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি ও মুম্বাইসহ বড় বড় শহরে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির গোয়েন্দাসংস্থাগুলো শনিবার এ সতর্কতা জারি করে বলেছে, সীমান্ত এলাকা পাঞ্জাব ও রাজস্থানেও হামলা হতে পারে। লস্কর-ই-তৈয়বা এ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোয়েন্দাদের মতে লস্কর-ই-তৈয়বার ২০-২১ জন সদস্য পাকিস্তান থেকে ভারতে ঢুকে থাকতে পারে এবং এরপর তারা হয়তো ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। গোয়েন্দারের আশঙ্কা জনবহুল কোনো স্থানে আত্মঘাতী হামলা চালানো হতে পারে।

এ তথ্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের বিশেষ সেল সতকর্তা জারি এবং করেছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেল, জনবহুল বাজার, ধর্মীয় বিশেষ স্থান ও স্টেডিয়ামসমূহে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছিলেন- পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ভারতে হামলার পরিকল্পনা করছে।

এ জাতীয় আরও খবর