শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ মন্ত্রীর আগমন ঠেকাতে বিজয়নগরে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২০, ২০১৭

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর আগমন ঠেকাতে উপজেলা আওয়ামীলীগ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষনা করেছে। অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাংবাদিক সম্মেলণ করে মন্ত্রীর অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিয়েছে। আগামী রবিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িযার বিজয়নগরে নব-নিমির্তি পশু সম্পদ কার্যালয় (ইউএলডিসি) ভবন উদ্বোধন করার কথা রয়েছে। সকাল ১০ টায় তিনি এর উদ্বোধন করবেন। ইতোমধ্যে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনের সফরে এসে গতকাল বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার ইউএলডিসি অফিস ভবন উদ্বোধন করেন। পরে সুধি সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের মৎস্য মন্ত্রীর অনুসারী নেতারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল নাসিরনগর, ২২ এপ্রিল সরাইল এবং ২৩ এপ্রিল বিজয়নগরে তার সফর ও নব-নির্মিত ইউএলডিসি ভবন উদ্বোধন ও বৃক্ষরোপনের কর্মসূচী রয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজলা পরিষদ এর সম্মেলণ কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট তানভীর ভূইয়া ও সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া এক জনাকীর্ণ সংবাদ সম্মেলণ করে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে আসার দাবী জানান। অন্যথায় প্রাণী সম্পদ মন্ত্রীর ঐ অনুষ্ঠান বর্জনের ঘোষনা দেন। সংবাদ সম্মেলণে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনিসহ ১০ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ৯ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রানি সম্পদ মন্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয় জেলা আাওয়ামীলীগ নেতাদের। এনিয়ে মন্ত্রীকে দল থেকে বহিষ্কারের সুপারিশও করা হয়। এর পর নাসিরনগর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ও ১৫ টি মন্দির ভাংচুরের ঘটনা ঘটে। এর মাধ্যমে মন্ত্রীকে কুপোকাতের চেষ্টার অভিযোগ রয়েছে। গত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সাবেক সভাপতি শফিকুল আলম এম.এস.সির সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক প্রধান অতিথি ছিলেন। পরবর্তীতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সমাবেশ থেকে মন্ত্রীর অনুসারী জেলা আওয়ামীলীগের একাংশ নেতাকর্মীদের হুশিয়ারী দেয়া হয়। এরপর বিজয়নগর উপজেলায় আগামী রবিবার মন্ত্রীর (মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়) অধিনস্ত নব-নির্মিত কার্যালয় ভবন উদ্বোধনের কর্মসূচীতে স্থানীয় সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে না রাখায় নতুন করে মন্ত্রী ও জেলা-উপজেলা আওয়ামলীগের মধ্যে বিভেদ দেখা দেয়।