রবিবার, ২রা জুলাই, ২০১৭ ইং ১৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ নিয়ে দুদুর সংশয়

AmaderBrahmanbaria.COM
মে ৭, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি-না তা নিয়ে সংশয় আছে। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের সমন্বয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগকে ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি খায়রুল কবির খোকনসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করে সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

শামসুজ্জামান দুদু আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন-সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের দপ্তর সম্পাদক আল-আমিন বাদশা, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান খান, কে এম রকিবুল ইসলাম রিপন, বাবু সুরঞ্জন ঘোষ, মিয়া মোহাম্মদ আনোয়ার, ক্বারী রফিকুল ইসলাম, জসীমউদ্দিন মজুমদার, মিজানুর রহমান প্রমুখ।

শামসুজ্জামান দুদু বলেন, পৃথিবীতে কোনো স্বৈরশাসকই ক্ষমতা চিরস্থায়ী করতে পারে নাই। বর্তমান স্বৈরশাসক তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবে না। জনবিস্ফোরণের মধ্য দিয়েই সরকারের পতন হতে বাধ্য।

এ জাতীয় আরও খবর