বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ঢেউয়ের তালে মন ভেজালেন প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
মে ৬, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে বোয়িং উড়োজাহাজ মেঘদূতে করে কক্সবাজারে যান। এরপর কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করে ইনানী সৈকতে পৌঁছান। আনুষ্ঠানিকতা সেরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সৈকতে যান।

সমুদ্রের বিশালতা মানুষকে মুগ্ধ করে, কাছে টানে। আর দশটা সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উচ্ছ্বাস-আনন্দে সমুদ্রদর্শন করেন। ঝিনুকফোটা সাগরবেলায় তিনি অনেকটা সময় খালি পায়ে হাঁটেন। মন ভেজান সমুদ্রের ঢেউয়ের তালে।

সফরসঙ্গী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সমুদ্রদর্শন। ছবি: ফোকাস বাংলাসফরসঙ্গী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সমুদ্রদর্শন। ছবি: ফোকাস বাংলাবে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতার কথা জানান।
সমুদ্রের জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলাসমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

 

সমুদ্রের জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা