g ৩৭ বছর অতিথি পাখিরা চলনবিল শাসন করেছে : তথ্য প্রতিমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৬শে অক্টোবর, ২০১৭ ইং ১১ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

৩৭ বছর অতিথি পাখিরা চলনবিল শাসন করেছে : তথ্য প্রতিমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭

---

নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দীর্ঘ ৩৭ বছর অতিথি পাখিরা চলনবিল শাসন করেছে। তারা (ভিন্ন দলের প্রতিনিধিরা) নির্বাচনের আগে অতিথি পাখিদের মত এসে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভোটে বিজয়ী হওয়ার পর আর অসহায় মানুষের খোঁজ রাখেনি। মানুষের দুঃখের সময় সমবেদনাও জানাতে আসে না। ‘ আজ শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। বিগত ৩৭ বছরের চেয়ে বর্তমান সরকারের আমলে চলনবিল অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান বহুগুণ উন্নত হয়েছে। ‘

প্রতিমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অতিথি পাখিদের থেকে বিরত থেকে নৌকা প্রতীকের পক্ষে থাকার আহ্বান জানান।

স্থানীয় চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত এর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য আলিফ হোসেন প্রমুখ।