পানির দাম বেশি রাখায় দুই হাজার টাকা জরিমানা
---
নিজস্ব প্রতিবেদক : পানির দাম বেশি রাখায় রাজধানীর বাসাবো এলাকায় অবস্থিত চায়না পার্ক চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক শাহীন আরা মমতাজ এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে এ জরিমানা করেন।
অভিযোগকারী লিখিত বক্তব্যে বলেন, ১৫ টাকা মূল্যের বোতলজাত পানি রেস্টুরেন্টটি তাঁর কাছে ২০ টাকা রাখে। নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি রাখায় তিনি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ন্যায় বিচার চেয়েছেন।
নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হারে অভিযোগকারীকে দিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহীন আরা মমতাজ এনটিভি অনলাইকে বলেন, ‘আমাদের কাছে প্রত্যেক ভোক্তাই সমান। কেউ কোনোভাবে প্রতারিত হয়ে আমাদের কাছে এসে অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে থাকি।’
শান্তিতে নোবেলের অংশীদার বাংলাদেশের দুটি সংগঠন
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা

নির্বাচন সুষ্ঠু করতে আ.লীগের নির্দেশনায় কাজ করবে ইসি
রোহিঙ্গা শরণার্থী : চিহ্নিত এলাকায় চলছে ক্যাম্প ও রাস্তা নির্মাণ
বাংলাদেশে ২ নদী ড্রেজিংয়ে ভারত, নেপথ্য কারণ কী !

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এগিয়ে বাংলাদেশ

বৃষ্টি-বন্যায় বেহাল সড়কের হাল ফেরাতে চাই ‘২০০ কোটি টাকা’
দুদকের অভিযানে দুই ঘণ্টায় মামলা ও জরিমানা ৫০টি, ৪০টিই সরকারি
রোহিঙ্গাদের সাহায্যে শনিবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী