বাঞ্ছারামপুরে ৪ইউপিতে চলছে নির্বাচন
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ১৬, ২০১৭
            
          বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৪ টি ইউপিতে চলছে নির্বাচন । ৩১ হাজার ৫ শত ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।যার প্রায় অর্ধেক ভোটার নারী।বাঞ্ছারামপুরের ১৩টি ইউপির মধ্যে বাদবাকী ১১টি ইউপিতে আসন গেড়েছে নৌকা। ৪টি ইউপি হলেও চেয়ারম্যান পদের ভোটযুদ্ধ হবে শুধু দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউনিয়নে।
 
        