শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

মাশরাফির কাছে এটাই সেরা দল

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২০, ২০১৭

আজকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজেরও দল ঘোষণা করেছে বিসিবি। যেই দলকে নিজের চোখে সেরা হিসেবেই মানছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দল নিয়ে তার মন্তব্য, ‘আমার মনে হয় সবাই ভেবে-চিন্তেই দল করেছে। সম্প্রতি যারা খেলেছে, তারাই রয়েছে। নাসিরও ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে।’

দল ঘোষণা হলেও বাকি কাজ কিন্তু করতে হবে ডাক পাওয়াদেরই। ২২ গজে নৈপুণ্য দেখিয়ে প্রমাণ করতে হবে নিজেদের। বিষয়টা এভাবেই দেখেন মাশরাফি, ‘দলতো ঘোষণা হয়ে গেছে। এখন বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সাসেক্সের সঙ্গে প্রস্তুতি এবং আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ খেলবে টাইগাররা। সেই সফর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতোটা প্রভাব ফেলবে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু অন্যরকমই হতে পারে। অনেক দিন পর ওই ধরনের কন্ডিশনে খেলবো। আমার মনে হয় প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতোটা-কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছুই পরে নির্ভর করছে।’

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১০ ওভার বল করেছেন মাশরাফি। আসন্ন সফর নিয়ে বিশেষ কোনও ভাবনা রয়েছে কিনা এমনটি জানতে চাইলে সদ্য টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো এই অধিনায়ক বলেন, ‘আসলে এই সময়ে এসে বোলিং নিয়ে বিশেষ কিছু করার সুযোগ নেই। শুধু ধারাবাহিকতা ধরে রেখে ঠিক জায়গায় বোলিং করে যেতে চেয়েছি।’