শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

মার্কিন ‘মা বোমা’য় নিহতদের অনেকেই বাংলাদেশি

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২০, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ‘মা বোমা’ হামলায় নিহত ‘আইএস জঙ্গিদের’ মধ্যে অনেক বাংলাদেশি নাগরিক আছে। জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে, আফগানিস্তানের রেডিও আজাদি এ খবর প্রকাশ করেছে।

গত ১৮ এপ্রিল আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, ‘হামলায় নিহতের মধ্যে বেশির ভাগই পাকিস্তান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের নাগরিক।’ তবে কোন দেশের কতজন আছে তা নিশ্চিত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও আফগান কর্মকর্তারা জানান, গত ১৩ এপ্রিল ‘সব বোমার মা (এমওএবি)’ নামে পরিচিত বিশাল আকৃতির বোমা ফেলা হয় আফগানিস্তানে। এতে আইএসের ৯৬ জন নিহত হয়। এদের মধ্যে জঙ্গি সংগঠনটির গুরুত্বপূর্ণ চার নেতাও ছিল।

আরো জানা যায়, হামলায় ৩০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ, হালকা ও ভারি অস্ত্র-গোলার বিশাল ভাণ্ডার ধ্বংস করা হয়