নারীর যৌন আগ্রহকে যে কারণে অবমূল্যায়ন করে পুরুষ?
---
অনলাইন ডেস্ক : আমাদের সমাজে যৌনতার ক্ষেত্রে পুরনো একটি ধারণা রয়েছে যার মূল কথা হলো, পুরুষ নারীদের চেয়ে বেশি যৌনতা চায়। যদিও এ বিষয়ে মানুষের ধারণা এখন আর আগের মতো নেই। দ্রুত বদলাচ্ছে এ ধারণা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ।
বাস্তবে যৌনতার ক্ষেত্রে পুরুষ ও নারীর পুরনো সে ধারণা কার্যকর নয় বলেই জানাচ্ছেন গবেষকরা। আর এ বিষয়টি তাদের প্রথম দেখা হওয়ার সময় থেকেই প্রযোজ্য। কিন্তু কী কারণে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে পুরুষ সংকেতগুলো বুঝতে পারে না?
এ বিষয়ে সায়েন্স অব রিলেশনশিপস জার্নালে ইউনিভার্সিটি অব টরেন্টোর গবেষক অ্যামি মুইস লিখেছেন, পুরুষ প্রত্যাখ্যান এড়িয়ে চলতে চায়। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘যৌন বিষয়ে প্রত্যাখ্যান সম্পর্ক খারাপ করতে পারে। এটি যৌনতায় অসন্তুষ্টির জন্যও দায়ী।’
তিনি আরও লিখেছেন, ‘বাস্তবে আমরা দেখেছি যখন পুরুষ যৌনতার বিষয়ে বেশিমাত্রায় আগ্রহী থাকে তখন প্রত্যাখ্যান পছন্দ করে না। এটি করতে গিয়ে তারা আরও বেশি করে যৌনতা প্রদর্শন করে।’
মুইস লিখেছেন, পুরুষ তাদের সঙ্গীর যৌন আগ্রহের বিষয়টিও অবমূল্যায়ন করে। এটি তাদের সম্পর্কের বিষয়ে জটিলতা এড়ানোর প্রচেষ্টাও বটে। এ ক্ষেত্রে কোনো পুরুষ যখন দেখে তার সঙ্গীর যথাযথভাবে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়নি তখনও পুরুষ দমে যায় না। তার বদলে আরও কিছুটা প্রচেষ্টার মাধ্যমে তার যৌন আগ্রহ বৃদ্ধির চেষ্টা করে সে।
এ বিষয়ে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোসাল সাইকোলজিতে। এতে দীর্ঘমেয়াদি তিনটি গবেষণাপত্র বিশ্লেষণ করা হয়েছে, যেখানে সঙ্গীর যৌন আকাঙ্ক্ষা অবমূল্যায়ন বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে।
গবেষকরা জানাচ্ছেন, প্রথমবার দেখা হওয়ার পর পুরুষ নারীর সঙ্গে পরে আবার দেখা করার জন্য নানা ধরনের সুযোগ খুঁজতে থাকে। আর এ সময় বিভিন্ন বিষয়ে সতর্কভাবে পর্যবেক্ষণ করে সে যেন নারীর কোনো একটি সংকেতও হারিয়ে না যায়। কিন্তু এ বিষয়টি আবার পাল্টে যায় যৌনতার ক্ষেত্রে। পুরুষ প্রায়ই নারীর যৌনতার সংকেতগুলো হারিয়ে ফেলে। তবে এর কারণ উঠে এসেছে এবারের গবেষণায়।