শুক্রবার, ১০ই মার্চ, ২০১৭ ইং ২৬শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

‘সব নারী সানি হোক’ বলে তোপে ভার্মা

AmaderBrahmanbaria.COM
মার্চ ৯, ২০১৭

বিনোদন ডেস্ক : দিন কয়েক পরপরই বলিউড পরিচালক-প্রযোজক রামগোপাল ভার্মার টুইটার থেকে বেরোয় এক একটি বাণী। এতেই চলে আসেন আলোচনায়।

সবাই রীতিমতো তার দিকে তেড়েফুড়ে যান। আন্তর্জাতিক নারী দিবসেও রামগোপালের টুইট। এরপর আবার সেই একই আলোচনা-সমালোচনা।

নারী দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে রামগোপাল যে টুইট করেছেন, তাতে প্রকৃতপক্ষে নারীদের অবমাননাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সমালোচনা করে টুইটের জবাবে বলা হচ্ছে, এমন নারীবিদ্বেষী মন্তব্য করে আরও একবার নিজের জঘন্য রুচিরই পরিচয় দিয়েছেন রামগোপাল।

রামগোপাল নারী দিবস নিয়ে একাধিক টুইট করেন। প্রথম কয়েকটির ভাষ্য এমন- ‘নারী দিবসকে বলা উচিত পুরুষ দিবস। কারণ মহিলারা মহিলাদের নিয়ে যতটা সেলিব্রেট করেন, তার চেয়ে পুরুষরাই মহিলাদের সেলিব্রেট করেন বেশি।’

এরপর তিনি লেখেন, ‘পুরুষ দিবসে মহিলারা যেন ঘ্যান ঘ্যান বা চিৎকার না করেন এবং পুরুষদের যেন একটু স্বাধীনতা দেন। সবাইকে শুভ পুরুষ দিবস।’

এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু রামগোপাল এক সময়ের পর্নস্টার ও হালের বলিউড অভিনেত্রী সানি লিওনকে টেনে এনে যে টুইট করেন, তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

টুইটে তিনি লেখেন, ‘প্রার্থনা করি বিশ্বের সব মহিলা যেন সানি লিওনের মতোই পুরুষদের খুশিতে ভরিয়ে দেন!’

তার এই টুইটের জবাবে সানি তেমন একটা ‘প্রতিবাদ’ না জানালেও খেপে উঠেছে গোটা নেট দুনিয়া। অনেকেই বলছেন, মহিলাদের যে এই সমাজে যৌন উপকরণ হিসেবেই দেখা হয়, সেটা ফের মনে করিয়ে দিলেন রামগোপাল।

আগেও রামগোপাল এমন অনেকবার করেছেন। গত বছর আসামের বিধায়ক-অভিনেত্রী আঙুরলতা ডেকার ছবি পোস্ট করে তিনি টুইট করেছিলেন, ‘বিধায়কদের যদি এমন দেখতে হয়, অচ্ছে দিন সত্যি এসে গিয়েছে। থ্যাংক ইউ আঙুরলতাজি, থ্যাংক ইউ মোদিজি। এই প্রথম রাজনীতি ভালবাসছি।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে মেলানিয়ার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘জর্জ ওয়াশিংটন থেকে ধরলে এই প্রথম সব চেয়ে হট ফার্স্ট লেডি দেখল আমেরিকা। ট্রাম্পকে ১০০২টা চুমু আমেরিকাকে সত্যি মহান বানানোর জন্য।’

তবে নতুন করে এসব সমালোচনায় একটুও দমে যাননি রামগোপাল। উল্টে জবাব দিয়েছেন, ‘সানি লিওন সংক্রান্ত টুইট নিয়ে যে নেতিবাচক হাওয়া বইছে, তা চূড়ান্ত ভণ্ডামি থেকেই আসে।’