বজিএিমইএ ভবন ভাঙার পদক্ষপে নতিে আইনি নোটশি
নিউজ ডেস্ক : রাজধানীর হাতরিঝলি এলাকায় পোশাকশল্পিরে মালকিদরে সংগঠন বজিএিমইএর ভবন ভাঙার বষিয়ে পদক্ষপে নতিে রাজধানী উন্নয়ন র্কতৃপক্ষরে (রাজউক) চয়োরম্যানকে আইনি নোটশি দওেয়া হয়ছে।ে
সুপ্রমি র্কোটরে আইনজীবী মনজলি মোরসদে আজ বৃহস্পতবিার ডাকযোগে রাজউকরে চয়োরম্যানকে এ নোটশি পাঠান।
নোটশিে উল্লখে করা হয়, ৯০ দনিরে মধ্যে ভবন ভাঙতে হাইর্কোটরে দওেয়া রায়রে বরিুদ্ধে বজিএিমইএর আপলি খারজি হয়ে গছে। আদালতরে রায়ে বলা হয়, বজিএিমইএ তাদরে ভবন না ভাঙলে রাজউককে ভবন ভাঙতে হব।ে
রায়রে অনুলপিি পাওয়ার ৯০ দনি শষে হয়ে যায় ২৮ ফব্রেুয়ার।ি এর পরও রাজউক চয়োরম্যান ভবন ভাঙতে র্কাযকর পদক্ষপে নয়েন।ি এটি আদালতরে রায়রে প্রতি অশ্রদ্ধা ও আদশে অমান্য করার শামলি।
নোটশিে বলা হয়, ‘এ নোটশি পাওয়ার সাত দনিরে মধ্যে বজিএিমইএ ভবন ভাঙার জন্য পদক্ষপে গ্রহণ করে আমাকে (মনজলি মোরসদে) অবহতি করবনে। অন্যথায় আপলি বভিাগে আপনার বরিুদ্ধে আদালত অবমাননার অভযিোগ আনা হব।ে’
গত ৫ র্মাচ বজিএিমইএর বহুতল ভবন ভাঙার বষিয়ে করা পুর্নববিচেনার আবদেন (রভিউি) খারজি করে দনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। এর ফলে ভবনটি ভাঙা ছাড়া আর কোনো পথ থাকল না।
ভবনটি কত দনিরে মধ্যে ভঙেে সরয়িে নতিে পারব, সে বষিয়ে বজিএিমইএ র্কতৃপক্ষকে ৯ র্মাচরে মধ্যে আবদেন করতে বলা হয়ছেলি। ওই দনি এ আবদেন নষ্পিত্তি করা হবে বলে জানয়িছেলিনে আদালত।
গত বছররে ৮ ডসিম্বের রভিউি আবদেন দায়রে করে বজিএিমইএ। এর আগে গত বছররে ৮ নভম্বের বজিএিমইএ ভবন ভাঙার বষিয়ে আপলি বভিাগরে র্পূণাঙ্গ রায় প্রকাশতি হয়।
ওই রায়ে বলা হয়, অবলিম্বে ভাঙতে হবে এই বহুতল অবধৈ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বজিএিমইএকইে বহন করতে হব। বজিএিমইএ না ভাঙলে রায়রে কপি পাওয়ার ৯০ দনিরে মধ্যে রাজউককে ভবনটি ভঙেে ফলোর নর্দিশে দনে আপলি বভিাগ। এ জন্য যে র্অথ প্রয়োজন, তা বজিএিমইএর কাছ থকেে নতিে বলা হয়ছে।