g ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ই অক্টোবর, ২০১৭ ইং ২১শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
মার্চ ১, ২০১৭
news-image

---

আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া : ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সাউথ) এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বুধবার দুপুর একটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি গোপালগঞ্জ, রংপুর, পার্বতীপুর, মেহেরপুরসহ সারাদেশের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্স উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা পরিষদের প্রশাসক শফিকুল আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধণী ভাষনে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। কেউ যাতে অন্ধকারে না থাকে সেজন্য আমরা কাজ করছি’। ২০১৩ সালের ১৪ মার্চ এ প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়। গত বছরের ২২ জুলাই থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায়।

 

এ জাতীয় আরও খবর