মাহমুদুউল্লাহর বিদায়: ফিকে হয়ে আসছে ড্রয়ের স্বপ্ন
---
স্পোর্টস ডেস্ক : সাকিব-মাহমুদউল্লাহর কাছে অবিশ্বাস্য কিছু আশা করছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তবে ক্রিকেটে রোজ রোজ মিরাক্কেল ঘটে না কথাটাকে প্রমাণ করতেই কিনা দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে পূজারার তালুবন্দি হন সাকিব। উইকেট পাওয়ার ক্ষেত্রে অবশ্য উইকেটকে ধন্যবাদ দিতেই পারেন জাদেজা। পঞ্চম দিনের দুর্বল উইকেটের ভাঙা অংশে বল লেগে বিশাল টার্ন পেয়েছিলেন জাদেজা। বলটাকে খেলতে গিয়ে মাটিতে পড়তে পারেননি সাকিব।
বাংলাদেশের রান তখন ১০৬। এরপর ৫৬ রানের জুটি বেঁধে বাংলাদেশের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। তবে অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মুশফিক। ৪৪ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
অধিনায়ক বিদায়ের পর দায়িত্বটা কাঁধে তুলে নেন মাহমুদুউল্লাহ রিয়াদ। সাব্বির রহমানকে নিয়ে দারুণ ব্যাটিং করে চলেন বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভখ্যাত এই ব্যাটসম্যান। আস্থার পরিচয় দিচ্ছিলেন সাব্বির রহমানও। ১৮ ওভার খেলে ভারতীয় বোলারদের হতাশ করে চলেন তাঁরা। অর্ধশত রানের এই জুটিতেই টিতে ছিল বাংলাদেশের ড্রয়ের স্বপ্নটা। তবে ইশান্ত শর্মার কাছে হার মানতে হয় সাব্বিরকে। দারুণ এই ইন সুইংয়ে সাব্বিরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন দীর্ঘদেহী এই পেসার।
আগের ওভারেই অবশ্য ফিরতে পারতেন সাব্বির। জাদেজার বলে লেগ বিফোরের আবেদন করেন ভারতীয় ফিল্ডাররা। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন বিরাট কোহলি। তবে এই যাত্রায় বেঁচে যান সাব্বির। তবে পরের ওভারে ইশান্ত শর্মার বলে আর নিজেকে বাঁচাতে পারেননি এই ব্যাটসম্যান।
সাব্বিরের বিদায়ের পর মাহমুদুউল্লাহর কাঁদে দায়িত্ব পরে। কিন্তু মেহেদীকে নিয়ে আর বেশি দূর এগোতে পারেননি তিনি। ইশান্ত শর্মার ফাঁদে পা দিয়ে ফিরে যান তিনি। মাহমুদুউল্লাহর বিদায়ের ফলে বাংলাদেশ যে ড্রয়ের স্বপ্ন দেখছে তা ফিকে হতে যাচ্ছে। বিদায়ের আগে ১৪৯ বলে ৭ চারের সাহায্যে ৬৪ রানের একটি কার্যকরী ইংনিস খেলে যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ২৩০ রান করেছে বাংলাদেশ। মিরাজ ১৩ ও রাব্বি ০ রানে অপরাজিত আছেন।