g তামিম ফিরছেন দ্বিতীয় ওয়ানডেতে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

তামিম ফিরছেন দ্বিতীয় ওয়ানডেতে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৭, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : ‘ইনজুরিতে মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবেন না।’- দেশের শীর্ষ এক টেলিভিশনের স্ক্রলে দেখানো এমন খবরে হতচকিয়ে উঠল দেশের ক্রিকেটপ্রেমিরা। এমনিতেই চোটে জর্জরিত বাংলাদেশ শিবির। এর উপরে ওয়ানডে নেতার ইনজুরির খবর নতুন করে ভাবিয়ে তুলে ক্রিকেটপ্রেমিদের।

সফরে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নু মাশরাফির ইনজুরির খবরে আকাশ থেকে পড়েন! গুজব বলে মাশরাফির ইনজুরির খবর উড়িয়ে দিয়ে মিডিয়ার উপর রাগ ঝাড়েন। বিসিবি এক ই-মেইল বার্তায় মিডিয়া হাউজগুলোকে জাতীয় দলের খবর প্রকাশে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

মাশরাফির খবর যেমন স্বস্তি দিয়েছে তেমনি মুস্তাফিজের খবর অস্বস্তি দিচ্ছে ক্রিকেটপ্রেমিদের। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ মুস্তাফিজের। ওয়ানডে সিরিজ শেষে মাশরাফির সঙ্গে দেশে ফিরবেন মুস্তাফিজ। ভিসা থাকায় শফিউল ইসলামকে আবার দক্ষিণ আফ্রিকায় উড়িয়ে নিচ্ছে বিসিবি। টিম ম্যানেজম্যান্ট আল-আমিনকে দলে চেয়েছিল। কিন্তু সময় কম থাকায় এবং আল-আমিনের ভিসা হতে সময় লাগবে বলে শফিউলকে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে হচ্ছে।

তবে স্বস্তির বিষয় আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতেই ফিরছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ফিজিও থিলান চন্দ্রমোহনের পরামর্শে প্রথম ওয়ানডে খেলেননি তামিম। তবে দ্বিতীয় ওয়ানডে খেলতে তামিমকে অনুমতি দিয়েছেন ফিজিও। সবকিছু ঠিকঠাক থাকলে তামিমকে কাল রঙিন জার্সিতে দেখা যাচ্ছে তা নিশ্চিত।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার আগামীকালের ম্যাচটি হবে বোলান্ড পার্কে। গত চার বছরে এ মাঠে একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচও হয়নি। ২০১৩ সালের জানুয়ারিতে এ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ খেলেছিল নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর