বৃহস্পতিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৭শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানার ২মাস বন্ধের পর পুনরায়  উৎপাদন শুরু

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

নিজস্ব প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
কারখানার ত্রুটি মেরামত শেষে বুধবার সকালে ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
এদিকে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এককোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।
কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, ১৭ ডিসেম্বর শনিবার সকাল থেকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারে ক্রটি দেখা দেয়। এতে করে ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছিল। তাই বিকেলে কম্প্রেসারের ত্রুটি মেরামতের জন্য কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। ত্রুটি মেরামত করতে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেন। কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে দীর্ঘ প্রায় ৫৪ দিন বন্ধ থাকার পর বুধবার সকালে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।