শুক্রবার, ১৪ই জুলাই, ২০১৭ ইং ৩০শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

মাঠে মৌমাছির ঝাঁক, বন্ধ হয়ে গেল শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৫, ২০১৭

---

ক্রিকেট মাঠে একঝাঁক মৌমাছির ‘আক্রমণে’ আজ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল একটি আন্তর্জাতিক ম্যাচ।জোহানেসবার্গে ওয়ান্ডারার্স মাঠে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলংকার মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক চলার সময় নাটকীয় এ ঘটনা ঘটে।তখন শ্রীলংকা ব্যাট করছে। ইনিংসের মাঝামাঝি সময়। হঠাৎ করেই মাঠে উড়ে এলো এক ঝাঁক মৌমাছি।মাঠে তৈরি হো এক নাটকীয় দৃশ্য। খেলোয়াড়দের কেউ কেউ মৌমাছির কামড়ের ভয়ে ছুটতে শুরু করলেন।খেলোয়াড়, আম্পায়রদের কেউ কেউ মাঠে শুয়ে পড়লেন।

দু’বার এমন ঘটনা ঘটার পর ২৭ ওভারের সময় শ্রীলংকার রান যখন ৪ উইকেটে ১১৭, তখন আনুষ্ঠানিকভাবে খেলা বন্ধ করে দেয়া হলো।

ক্রিকেট মৌমাছিআগুন নেভানোর গ্যাস ছড়িয়ে তাড়ানো হচ্ছে মৌমাছি

একজন গ্রাউন্ডসম্যান মাঠে ঢুকলেন অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে। তিনি ছিটাতে শুরু করলেন আগুন নেভানোর গ্যাস।

ক্রিকেট মৌমাছিছবির কপিরাইটAP
Image captionমৌমাছি এড়াতে পালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির

একজন মৌমাছি চাষীকেও খবর দিয়ে মাঠে আনা হলো।

অবশেষে পাঁচ মিনিট খেলা বন্ধ থাকার পর মৌমাছির ঝাঁক সরে গেল, খেলাও আবার শুরু হলো।