মঙ্গলবার, ৩১শে জানুয়ারি, ২০১৭ ইং ১৮ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

নকল ষ্ট্যাম্প দিয়ে দলিল রেজিষ্ট্রি করে বিপাকে মুজিবুর রহমান

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৬, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : নকল ষ্ট্যাম্প দিয়ে দলিল রেজিষ্ট্রি করে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার বাসিন্ধা মুজিবুর রহমান নামে এক ব্যক্তি। জানা যায়, ২০০০সালের ফেব্র“য়ারী মাসে মোঃ মুজিবুর রহমান তার স্ত্রীর নামে ১০শতক জায়গা ক্রয় করেন। এবং দলিল লিখক আবদুর রহমান মুন্সীর মাধ্যমে বিগত ১০.০২.২০০০ইং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসে তার স্ত্রীর নামে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন। তৎকালীন সময়ে নকল ষ্ট্যাম্প কিনা সে বিষয়ে ধরা পড়েনি। ভোক্তভূগী মোঃ মুজিবুর রহমান জানান, গত ১১.০১.২০১৭ইং ব্রাহ্মণবাড়িয়াস্থ একটি ব্যাংকে লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ১০শতাংশ জায়গার দলিল ব্যাংকে জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ দলিল ও কাগজপত্র পরিক্ষা-নিরিক্ষা করে বলেন, ৩০০০টাকা মূল্যের ২টি ষ্ট্যাম্পের নম্বর একই, যাহার নং- ঙ ১৫৫৪০১। এতে বুঝা যায় ষ্ট্যাম্পগুলি নকল। যে কারণে কর্তৃপক্ষ আমাকে ব্যাংক লোন দিতে অনিহা প্রকাশ করে। পরে আমি যাকে দিয়ে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করিছিলাম (দলিল লিখক আবদুর রহমান মুন্সী) তার কাছে গেলে তিনি বলেন, ষ্ট্যাম্প তো আমি বিক্রি করি না। সে সময় কার কাছ থেকে ষ্ট্যাম্প ক্রয় করেছেন জানতে চাইলে তিনি বলেন, আশরাফ আলী ভেন্ডারীর কাছ থেকে। এতে বুঝাযায় লক্ষ লক্ষ নকল ষ্ট্যাম্প বিক্রি হয়েছে। তাদের অপকর্মের কারণে আমি আজ দিশেহারা। তিনি আরও জানান, এ বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।