রাষ্ট্রপতি জাতিকে হতাশ করেছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সার্চ কমিটিতে আওয়ামী লীগের পছন্দের লোকদের নাম ঘোষণা করে রাষ্ট্রপতি জাতিকে হতাশ করেছেন।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতির ঘোষিত সার্চ কমিটিতে যাদের রাখা হয়েছে তারা আওয়ামী লীগেরই পছন্দের লোক, এই কমিটি ঘোষণার মধ্যে দিয়ে জাতিকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি আলোচনা শুরুর পরে একটি আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে, চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য— এগুলো সরকারের নিয়োগপ্রাপ্ত।
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির সাধারণ সম্পাদক হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।