বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি, ২০১৭ ইং ১৩ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

রংপুরে চুন্নু হত্যায় ৪ জনের ফাঁসি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগাছায় ফটো স্টুডিও ব্যবসায়ী শহিদুল ইসলাম চুন্নু হত্যা মামলায় ৪ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজুল ইসলাম (৩৩), জুয়েল (২৬), সুজন মিয়া (২৫) এবং শাহিন মিয়া (২৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলা সদরের দীনা স্টুডিও নামে একটি দোকান রয়েছে নিহত ব্যবসায়ী শহিদুল ইসলাম চুন্নুর। ২০১২ সালের ২৩ আগস্ট রাতে একই এলাকার জুয়েল নিহত চুন্নুর মোবাইলে ফোন করে। ফোন পাবার পরেই নিহত চুন্নু তার নিজের মোটরসাইকেল চালিয়ে পীরগাছা সদরে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত সে বাসায় না ফেরায় তার স্ত্রী নার্গিস বেগম স্বামী চুন্নুর মোবাইলে ফোন করলে ফোনটি বন্ধ পায়। এ ঘটনায় পরের দিন সকালে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। ওই দিনই পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার নীলাকুঠি এলাকায় রাস্তার পাশে থেকে একটি গলা কাটা অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নিহত চুন্নুর স্বজনরা মর্গে গিয়ে তার লাশ সনাক্ত করে।

এদিকে আসামি জুয়েল ও শাহিন নিহত চুন্নুর মোটরসাইকেল বগুড়ায় বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে চুন্নুকে জবাই করে হত্যার কথা স্বীকার করে।

পরে এ ঘটনায় নিহত চুন্নুর বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সিরাজুল ইসলাম, জুয়েল, শাহিন ও সুজনকে দোষি সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেন আদালত।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন রংপুরের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফারুখ মো. রেয়াজুল করিম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ শিকদার।