সুষ্ঠ নির্বাচনের জন্য দলগুলোর মতৈক্য জরুরি : রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি।
শনিবার বঙ্গভবনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনায় তিনি একথা বলেন।
আলোচনায় জেএসডির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি আ স ম আবদুর রব। প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়ন এবং নির্বাচনকালীন সরকার গঠনসহ তিন দফা প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘জেএসডির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন- সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতৈক্যও জরুরি।’
রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের আলোচনায় অংশগ্রহণ এবং প্রস্তাবনা দেয়ার জন্য জেএসডিকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব বলেন, ‘জেএসডি প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন- গণতন্ত্রের জন্য সংলাপ এবং অবাধ রাজনৈতিক অধিকার ও জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য।’
রাষ্ট্রপতির কাছে নিজেদের তুলে ধরা প্রস্তাব প্রসঙ্গে আবদুর রব বলেন, ‘নির্বাচনের পূর্বে উচ্চকক্ষ (প্রস্তাবিত) নির্বাচনকালীন সরকার গঠনের পর সে সরকারের পরামর্শ মোতাবেকই নির্বাচন কমিশন গঠনের বিধান করতে হবে। একইভাবে নির্বাচন কমিশন গঠন কাঠামো ও ক্ষমতাও নির্ধারিত হবে।’
জেএসডির দেয়া উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে আরো রয়েছে- চলতি সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের (১) ধারা মোতাবেক ক্ষমতা প্রদান করে ইসি গঠন।
গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পর্ব শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ১১ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংলাপ শেষ হতে পারে।