রবিবার, ৮ই জানুয়ারি, ২০১৭ ইং ২৫শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

শক্তিশালী অর্থবছর পার করেছে সরকার

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : সরকার তুলনামূলকভাবে ২০১৫-১৬ অর্থবছর শক্তিশালী পর্যায়ে পার করেছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

 

শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ অর্থনীতি ২০১৬-১৭ শীর্ষক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির পক্ষে রিচার্স ফেলো তৌফিকুল ইসলাম খান গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন।

এ সময় সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত অর্থবছরে রেমিট্যান্স, রপ্তানি আয় ও কৃষি ক্ষেত্রে তুলনামূলকভাবে কম প্রবৃদ্ধি ছাড়া গত অর্থবছর বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী পর্যায়ে ছিল। যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভাল অবস্থা।

প্রতিষ্ঠানটি বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বেশ কিছু সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেন।

২০১৬-১৭ অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে এমন তথ্য উপস্থাপন করে প্রতিষ্ঠানটি বলছে, গত অর্থবছরে সিপিডি প্রায় ৩৮ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করেছিল। বছর শেষে রাজস্ব ঘাটতি হয়েছিল ৩৭ হাজার ৫৭ কোটি টাকা। সুতরাং এটা প্রমাণিত সিপিডি সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে মত দিয়ে থাকে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চলতি বছরেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না। আমরা মনে করি, এ অর্থবছরেও প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকবে।

এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।