রবিবার, ৮ই জানুয়ারি, ২০১৭ ইং ২৫শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

ভারত থেকে দেশে আসল প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ কুকুর

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এসেছে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি কুকুর।শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে কুকুরগুলো হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতের মধ্য প্রদেশের টেকেনপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ২০ জন বিজিবি সদস্য ছয় মাস ডগ স্কোয়াডের ওপর প্রশিক্ষণ নেন। পরে সেখানে প্রায় ৬ লাখ টাকায় ১৮টি কুকুর কিনে প্রশিক্ষণ দিয়ে দেশে নিয়ে আসে বিজিবি।

বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি ক্যাম্পে এসব কুকুর সরবরাহ করা হবে। মাদক, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং অপরাধী শনাক্তে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো বিজিবির সহায়ক হয়ে কাজ করবে। রোববার কুকুরগুলোকে যশোর থেকে ঢাকা বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে। এর আগে কুকুরগুলো বাংলাদেশে আনার পর শার্শা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন।

এ জাতীয় আরও খবর