আগামী মার্চেই উদ্বোধন দ্বিতীয় ভৈরব রেল ও দ্বিতীয় তিতাস রেলসেতু-মুজিবুল হক এমপি
---
বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে দুটি সেতু পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।তখন তিনি বলেছেন, আগামী মার্চেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীতে নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু ও তিতাস নদীতে নির্মিত দ্বিতীয় তিতাস রেলসেতু। দ্বিতীয় ভৈরব রেলসেতু ও তিতাস রেলসেতুর নির্মাণকাজ শেষ হলে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত পুরোপুরি ডাবল/ডুয়েল লাইন হবে। ঢাকা-চট্রগ্রাম ডাবল লাইলে ট্রেন চলাচল শুরু হলে দেশের অর্থেনিতক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এ সময় রেলপথ মন্ত্রনালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেল পথ মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। ভারতের রাষ্ট্রীয় ঋণের (এলওসি) আওতায় সেতু দুটির মধ্যে দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মান ব্যায় হচ্ছে ৬শ২০ কোটি টাকা ও দ্বিতীয় তিতাস রেলসেতুর নির্মাণ ব্যায় হচ্ছে ১৯৭ কোটি টাকা।