নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করতে শেষ মুহূর্তে সোমবার সন্ধ্যায় মাঠে নামে ১৪ দল।
চলতি মাসের চার ডিসেম্বর ১৪ দল সভা করে সেলিনা হায়াৎ আইভীকে একক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সোমবার সন্ধ্যার আগে কাউকে নির্বাচনী প্রচারে দেখা যায়নি। জোটের নেতারা বলছেন, সমন্বয়হীনতার কারণে এ অবস্থা হয়েছে।
ক্ষমতাসীন এই জোটে নারায়গঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মুসলেম উদ্দিন, শাজাহান, অধ্যাপক মোজাফ্ফর আহমদের নেতৃত্বাধীন ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টির এক নেতাসহ ১০-১২ জনের একটি গ্রুপ প্রচারে অংশ নেয়।
তবে অনুপস্থিত ছিল শরিক দলের মধ্যে দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল, এস কে শিকদারের নেতৃত্বাধীন গণ-আজাদী লীগ, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি), গণতান্ত্রিক মজদুর পার্টির একাংশ (জাকির হোসেনের নেতৃত্বাধীন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের একাংশ (সৈয়দ রেজাউর রশিদ খানের নেতৃত্বাধীন), ডা. ওয়াজেদুল ইসলাম ও অসীত বরুণ রায়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট কেন্দ্র, ছৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ তরিকত ফেডারেশন।
নির্বাচনী প্রচারে ১৪ দলের একক প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার বিষয়ে নারায়ণগঞ্জ ১৪ দলের জোট সমন্বয়ক আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিবার্তাকে বলেন, আমরা ১৪ দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছি। কোথাও ঘাটতি নেই। আজও আমরা লিফলেট বিতরণ করেছি
নির্বাচনী প্রচারে এত দেরিতে কেন জানতে চাইলে তিনি বলেন, এর আগে আমরা উঠান বৈঠক করেছি। নিজেদের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে ভিন্ন কথা বলছেন জোটের আরেক নেতা। তিনি বলেন, আমাদের সমন্বয়হীনতার কারণে এতদিন মাঠে নামতে পারিনি। সমন্বয়ককেই পাওয়া দুস্কর হয়ে পড়েছে। প্রচার হবে কীভাবে।
সোমবার বিকালে নারায়নগঞ্জ নন্দী পাড়ার ব্যবসায়ী অমলেশ রায় বিবার্তাকে বলেন, আওয়ামী লীগের নেতা ছাড়া আর কোনো দলের নেতাদের আইভীর পক্ষে নির্বাচনী প্রচারে দেখা যায়নি।
সোমবার সন্ধ্যায় প্রচারে আইভীর পক্ষে নামার আগে ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক বলেন, এখনো পর্যন্ত আমরা প্রচারে নামতে পারিনি। আজ আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের নেতারা একত্রিত হয়ে প্রচারে নামতে পারি।
১৪ দলের শরিক জাসদ জেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার বলেন, প্রচারে নামতে পারিনি কথাটা ঠিক নয়, নিজেরা নিজেদের মত কাজ করে যাচ্ছি।