অনলাইন ডেস্ক : ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালে আর্থিক অনিয়মের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে।
অবশ্য দোষী সাব্যস্ত হলেও তাকে সাজা দেয়নি ফ্রান্সের কোর্ট অব জাস্টিস অব দ্য রিপাবলিক (সিজেআর)।
এই আদালতের রায় নিয়ে আপিল করার সুযোগ নেই। এর পরও ল্যাগার্দের আইনজীবীরা আপিল করার কথা জানিয়েছেন।
ল্যাগার্দে অর্থমন্ত্রী থাকাকালে ২০০৮ সালে তার বিরুদ্ধে একটি ফার্ম বিক্রির বিতর্কিত ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ব্যবসায়ী বার্নার্ড তাপিয়েকে ৪০৪ মিলিয়ন ইউরো প্রদানের অনুমোদন দেয়ার অভিযোগ ওঠে।
অবশ্য ল্যাগার্দে বরাবরই অন্যায় কিছু করার অভিযোগ অস্বীকার করে আসছেন। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এর আগেই ওয়াশিংটনের উদ্দেশে ফ্রান্স ত্যাগ করেন তিনি।
এদিকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দ্রুত বৈঠকে বসতে যাচ্ছে আইএমএফ বোর্ড।
গত শুক্রবারে ল্যাগার্দে আদালতকে বলেছেন, তিনি যা করেছেন ভালো বিশ্বাস থেকেই করেছেন।
যৌন কেলেংকারির অভিযোগের মুখে ২০১১ সালে আইএমএফ প্রধান স্ট্রস কান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন ল্যাগার্দে। অবশ্য এ অভিযোগ পরে আদালতে প্রমাণিত হয়নি। তিনিও ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।
এছাড়া স্প্যানিশ লেন্ডার ব্যাংকিয়া’র প্রধান থাকাকালে তহবিল অপব্যবহারের অভিযোগে আইএমএফের আরেক সাবেক প্রধান রদ্রিগো রাতো এখন বিচারের মুখোমুখি।