১৭ই নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৩রা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


ভারতের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক থাকবে : মোদি


Amaderbrahmanbaria.com : - ১৫.১১.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কই রয়েছে ভারতের, বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এও জানান, আগামী দিনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

মোদি বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকারও সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী হবে।

লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। সেই আলোচনাতেই উঠে আসে ট্রাম্প প্রসঙ্গ।

মোদি জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তাতে কোনও নাটকীয় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রার্থী ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো শুরু থেকেই ট্রাম্পের জয়ে তারা উদ্বিগ্ন নন বলে জানিয়ে এসেছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close