১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » বাংলাদেশের দুই টাকা বিক্রি হচ্ছে ৫ রূপিতে


বাংলাদেশের দুই টাকা বিক্রি হচ্ছে ৫ রূপিতে


Amaderbrahmanbaria.com : - ১৬.১১.২০১৬

সম্প্রতি বাংলাদেশ থেকে পাচারের সময় দুই দফায় ৬৭ হাজার দুই টাকার নোট জব্দ করা হয়েছে। যার অর্থমূল্য ১ লক্ষ ৩৪ হাজার টাকা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের দুই টাকা দিয়ে ভারতীয়দের কী লাভ?
জানা গেছে, ভারতে মাদক সেবনের জন্য এই নোট খুবই প্রিয় হয়ে উঠেছে। ভারতের বাজারে প্রতিটি দুই টাকা বিক্রি হয় ৫ রূপি পর্যন্ত। ফলে বাংলাদেশের দুই টাকার নোট সীমান্তের চোরাইপথ এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বারবার ভারতে পাচারের চেষ্টা চলছে।
বিবিসি বাংলার সাথে আলাপকালে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান এই তথ্যের সম্ভাব্য সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘টাকাগুলো ইন্ডিয়ায় নিয়ে হেরোইন বা ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতে পারে’।
সিগারেটের প্যাকেটের ভিতরের রাংতা দিয়েও মাদকাসক্তরা মাদক গ্রহণ করে থাকে। তবে এখন অনেকের কাছেই বাংলাদেশের নতুন দুই টাকার নোট প্রিয় হয়ে উঠছে।
তিন মাস আগে ঢাকার শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বিপুল পরিমাণে দুই টাকার নোট চীনে পাচারের সময় আটক করা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close